শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১১৭

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ১৭৫ রান করলো বাংলাদেশ

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৫ উইকেটে ১৭৫ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে না পারা প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনজুরির কারণে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। তার ইনজুরি নিয়ে এখনো কিছু জানা যায়নি।

২টি চারে ৩৬ বলে ১১ রান করেন সাদমান। ১৩ বলে ৪টি চারে ১৮ রান করেন আরেক ওপেনার জাকির হাসান। ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক আফিফ হোসেন ও সাইফ হাসান। আফিফ সর্বোচ্চ ৩৭ রান করেন। ৩১ রানে থামেন সাইফ।

শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া ইরফান শুক্কুর করেন ২১ রান। দিন শেষে শাহাদাত হোসেন দিপু ২৮ ও নাইম হাসান ১২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের আকিম জর্ডান ও কেভিন সিনক্লেয়ার ২টি করে উইকেট নেন। এর আগে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর