বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৫৭

‘বাংলার উর্ফি’বিকিনির পর এবার মেটাল ড্রেস পরে ট্রোলড মনামী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

কখনো চট কখনো আবার মেটাল। নানা রকমের ড্রেস পরেই ছবি পোস্ট করেন মনামী। কখনো পান প্রশংসা, কখনো আবার কটাক্ষ। সম্প্রতি মেটাল ড্রেস পরে ফের সমালোচিত অভিনেত্রী। তুলনা চলল উর্ফি জাভেদের সঙ্গে। 
শুক্রবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মেটাল ড্রেসে নজর কাড়েন অভিনেত্রী মনামী ঘোষ। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনামী লেখেন, আসল ধাতু যেকোন মাপে নিজেকে মানিয়ে নেয়, তাতে তার উজ্জ্বলতা এতটুকু কমে না।

মেটাল ড্রেস হলিউডে খুব জনপ্রিয় হলেও টলিউডে তার বিশেষ চল নেই। তাই ডিভা মনামীকে এর জেরেই কটাক্ষের মুখে পড়তে হয়।

এর আগে চটের জামা পরে কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তারপর সাম্প্রতিক সময়ে বিকিনি পরেও তাকে নেটপাড়ার কুমন্তব্যের শিকার হতে হয়।

মেটাল ড্রেসে তাকে দেখে কেউ লেখেন, বাংলার উর্ফি কেউ আবার তাকে বলেন রোবট লেডি। 

নীল সাহা ও দেবজ্যোতি গোস্বামীর ডিজাইন করা পোশাকে মনামীই এখন টক অফ দ্য টাউন।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন