বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৭২

বদলে গেছে ফরিদপুরের প্রাথমিক শিক্ষার চিত্র, উন্নত হচ্ছে মান

প্রকাশিত: ৮ মার্চ ২০২৩  

ফরিদপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও ঝরে পড়ার হার রোধে সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। যুগোপযোগী পাঠদানে কোমলমতি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি রোধ হচ্ছে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ার হার। শেখ অহিদুল আলমের প্রচেষ্টা ও দিকনির্দেশনায় এরই মধ্যে বদলে গেছে ফরিদপুর জেলার প্রাথমিক শিক্ষার চিত্র এবং সুফল পেতে শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, শেখ অহিদুল আলম ফরিদপুরে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তারিখে যোগদান করেই প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের চেষ্টা শুরু করেন। প্রাথমিক শিক্ষায় সরকারিভাবে গৃহিত সকল উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সকাল থেকে রাত অবধি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করে আসছেন তিনি।

এলাকার সুধীজন, অভিভাবক, শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষার মানোন্নয়নে গ্রহণ করেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তার এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন সকল অভিভাবকসহ বিভিন্ন সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। ফরিদপুরের গণমাধ্যমকর্মী সেতু আক্তার জানান, শেখ অহিদুল আলম অত্যান্ত দক্ষ ও ভালো মনের মানুষ। তিনি কোন ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দেন না। 

ফরিদপুর সদরের তালতলা এলাকার বাসিন্দা লুৎফর রহমান নান্নু খা জানান, জেলা শিক্ষা অফিসার স্যারের অনেক প্রশংসা শুনে তাকে এক নজর দেখতে এসেছিলাম। তিনি আরো বলেন, প্রতিটি জেলায় যদি এমন একজন করে সৎ ও বিচক্ষণ অফিসার থাকে তাহলে শিক্ষারমান অনেক উন্নতি হবে। 

ফরিদপুরের পাঁচ জেলার সাংবাদিকদের সংগঠন পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম আকাশ জানান, জেলা শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করে তুলেছেন। তার কর্মদক্ষতা দিয়ে ফরিদপুর বাসীর মনজয় করেছেন। তিনি আরও বড় পদে থাকলে শিক্ষারমান আরো বাড়বে বলে আশা করেন এই সাংবাদিক।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী। কারণ শিক্ষার যে বুনিয়াদ সেটি শুরু হয় প্রাথমিক শিক্ষার স্তরে। যদি সফলভাবে প্রতিটি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার চেতনা এবং শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত করা যায় তাহলেই সাধিত হবে দেশের উন্নয়ন। 

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, উন্নয়নের যে মহাসড়কে আজ বাংলাদেশ ধাবমান সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অত্যন্ত জরুরী।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর