শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৬৯

ফরিদপুর জেলা আ.লীগের সভাপতির আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের ‌মিলনমেলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৭ মে ২০২৩  

শনিবার বেলা বারোটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের আয়োজন ও তার সভাপতিত্বে ধুলদিস্থ তার বাসভবনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ইসাহাক জেলা আওয়ামী লীগের ‌ যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ- প্রচার সম্পাদক আলী আজগর মানিক, ফরিদপুর জেলা মুক্তিযোদ্বা কমান্ড, কাউন্সিলের সাবেক কমান্ডার ক্যাপ্টেন (অব:) নূর মোহাম্মদ বাবুল, অম্বিকা পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নীলুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফরিদপুর সদর আসন থেকে অনেকেই মনোনয়নের পাওয়ার জন্য বিভিন্ন কুট কৌশল অবলম্বন করছেন। ‌এমনকি যারা কখনো আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলনা তারাও মনোনয়ন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর আসন থেকে শামীম হককে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর