বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
২৭৪

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নতুন কমিটি

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

নির্বাচনের মাধ্যমে ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের মো. শাহিন মিয়া সভাপতি ও মির্জা মাজহারুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে চিনিকলের মহা ব্যবস্থাপক (অর্থ) ও প্রধান নির্বাচন কর্মকর্তা খন্দকার আলমগীর হোসেন বিজয়ীদের নাম ঘোষণা করেন।

জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শহিদুল সরদার, যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক আবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক মোক্তার সরদার, অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুভাষ কর নির্বাচিত হয়েছেন। এ ছারা বিভিন্ন বিভাগে ১০ জন সদস্য নির্বাচনে বিজয়ী হন।

খন্দকার আলমগীর হোসেন বলেন, সংগ্রাম পরিষদ ও শ্রমিক কর্মচারী পরিষদ দুটি প্যানেলে ২৩ পদের বিপরীতে ২৬ প্রার্থী নির্বাচনে অংশ নেন। ৪৭২ জন ভোটারের মধ্যে ৪৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর