শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
৫৩

পদ্মার এক কাতল সাড়ে ১০ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি কাতল মাছ। বৃহস্পতিবার (২৫ মে) সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্যআড়তে মাছটি বিক্রি হয়। সাড়ে ১০ হাজার টাকা দরে মাছটি কেনেন শফিকুল ইসলাম স্বপন নামে একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট।

এর আগে ভোর ৬টার দিকে শরীয়তপুরের সুরেশ্বর মৎস্য আড়ত থেকে হাসাইলে আনা হয় বিশাল আকৃতির কাতল মাছ। মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। মাছ ব্যবসায়ী রকমান কাজি বলেন, পদ্মা থেকে জেলেরা মাছটি ধরে সুরেশ্বর মাছঘাটে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা দিয়ে কিনে হাসাইল মাছঘাটে আনি।

সততা মৎস্য আড়তের প্রোপ্রাইটর মো. দুলাল গাজী বলেন, মাছটির রেগুলার দাম আছে ১২-১৫ হাজার টাকার মতো। কিন্তু অন্য দিনের তুলনায় আজ আড়তে পাইকার কম আসায় সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি করে দেই।
ক্রেতা স্বপন বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। এরওপর বড় মাছ আরও সুস্বাদু হয়, তাই কিনে নিলাম।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর