বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১২০

নিবন্ধন পেতে ১০০ তে ১০০ই পেতে হবে: ইসি আলমগীরের মন্তব্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

রাজনৈতিক দলবে নিবন্ধন পেতে হলে ১০০ নম্বরে ১০০ই পেতে হবে। ৯৯ পেলেও হবে না। কারো ভাবনা দ্বারা ইসি পরিচালিত হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর। তিনি বলেন, আইন ও বিধিতে যা কিছু দেয়া আছে, সে শর্ত যারা শতভাগ পূরণ করতে পারবে তারা নিবন্ধন পাবে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো দলকে কিসের ভিত্তিতে নিবন্ধন দেয়া হবে তা গতকাল জানিয়েছেন ইসি মো: আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবন্ধন পেতে চাওয়া রাজনৈতিক দলগুলোকে যাচাই-বাছাইয়ের সময় ১০০তে১০০ পেতে হবে।

নতুন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন চেয়ে নির্বাচন কমিশন (ইসি) গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে ৯৩টি রাজনৈতিক দলের আবেদন জমা পড়ে। ৭৭টি দলকে আবেদন সম্পূর্ণ করার জন্য চিঠি দেয়ার পক্ষে ইসি। এ ছাড়া দু’টি দল নিজেরাই তাদের আবেদনপত্র প্রত্যাহার করে নেয়। চালানের টাকা ও সঠিকভাবে নিবন্ধনের আবেদন ফরম পূরণ না করায় ১৪টি দলের আবেদন বাতিলের সুপারিশ করে ইসি।

মো: আলমগীর জানান, চলতি বছরের মে মাসের মধ্যে নতুন দলগুলোর যাচাইয়ের কাজ শেষ করার বিষয়ে আশাবাদী ইসি। তিনি বলেন, কমিশন আইন দিয়ে পরিচালিত হয়। ওই সময় নিবন্ধন দেয়ার প্রক্রিয়া বিধি অনুযায়ী হবে বলে জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত তালিকা করা হয়নি জানিয়ে তিনি বলেন, শুধু প্রত্যাহার করে নিয়েছে দুটো দল। বাকিগুলোর সংখ্যা বলতে পারব না। তাদের কাগজপত্র শর্টেজ ছিল। ১৫ দিন সময় দেয়া হয়েছিল। যারা দিয়েছেন তাদেরগুলো আমরা দেখব। আর যারা দিতে পারেননি, সেগুলোও আমরা দেখব। তারপর কমিশন দেখবে যাচাই-বাছাই করে। যাচাই- বাছাই শুরু হয়ে গেছে। জুনের মধ্যে চূড়ান্ত করব।

মরহুম ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের তো আর কিছু করার নেই। উনি মারা গেছেন। উনার দলের যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী চেয়ারম্যান কে হবেন বা কী হবে। সেটা তাদের দলীয় সিদ্ধান্ত।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর