বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১১৫

জমির উদ্দিন সরকারকে কোষাগারে ২৭ লাখ টাকা জমার আদেশ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার সম্প্রতি এই আদেশ দেন। 

বিএনপির প্যানেল আইনজীবী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন ও তা তুলে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে ২০১০ সালে জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। ওই মামলায় ২০১২ সালে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।’ 

পরে বিচারিক আদালত মামলার অভিযোগপত্র আমলে নেয়। এরপর ওই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন জমির উদ্দিন সরকার। পরে দুর্নীতির পাঁচটি পৃথক মামলা বাতিল প্রশ্নে ২০১৬ সালে বিভক্ত রায় দেন হাইকোর্ট।

আইনজীবী জাকির হোসেন আরও বলেন, ‘আপিল বিভাগ শুনানি নিয়ে গত বছর রায় দেন। তাতে জমির উদ্দিন সরকারকে বিদেশে চিকিৎসা বাবদ নেওয়া ২৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন। সম্প্রতি বিচারিক আদালত আগামী ৯ জুলাইয়ের মধ্যে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন। আমরা দু’এক দিনের মধ্যে আদালতে টাকা জমা দেব।’

জানা যায়, ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদক এই মামলাগুলো করে। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর