এলাকাবিচ্ছিন্ন এমপিদের তালিকা হচ্ছে
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ২ মার্চ ২০২৩

টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসতে দলীয় প্রার্থী মনোনয়নে হার্ডলাইনে হাঁটছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তালিকা করছেন এলাকাবিচ্ছিন্ন এমপিদের। প্রতি ছয় মাস পর পর জরিপ করছেন সরকারপ্রধান। বিভিন্ন সংস্থা ও প্রধানমন্ত্রীর নিজস্ব টিম এ জরিপ করছে। এসব জরিপের ভিত্তিতেই মিলবে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন। বর্তমান সংসদে থাকা অনেক হেভিওয়েট এমপি-মন্ত্রী এ তালিকায় আছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের একাধিক সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত যে কোনো নির্বাচনের চেয়ে চ্যালেঞ্জিং হবে- এমন কথা দলীয় ফোরাম ও সংসদীয় দলের সভায় এমপি-নেতাদের জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সে জন্য দীর্ঘদিন ধরেই দলীয় এমপিদের এলাকামুখী হওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে সরকারের উন্নয়ন প্রচারে জোর দিয়েছেন তিনি। বেশির ভাগ এমপি সেই নির্দেশ উপেক্ষা করেছেন। বিগত কয়েকটি জরিপে অনেক এমপির বিরুদ্ধে ভয়াবহ তথ্য এসেছে। এসব তথ্য পর্যালোচনা করতে গিয়ে কোনো কোনো মন্ত্রী-এমপির কর্মকাণ্ডে বিস্মিত স্বয়ং দলীয় প্রধান। গত চার বছরে এক দিনের জন্যও এলাকায় যাননি মন্ত্রিসভার একাধিক সদস্য এমন তথ্যও পাওয়া গেছে। শুধু তাই নয়, নির্বাচনী এলাকার নেতা-কর্মীরা ঢাকায় এসে এমপি-মন্ত্রীদের সাক্ষাৎ পান না। কারও কারও বাড়ির দরজা থাকে বন্ধ। এতে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।
তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই নৌকা নিয়ে এমপি হয়ে আর এলাকায় পা রাখেননি। কেউ কেউ বছরে একবার-দুবার গেলেও সরকারি প্রোগ্রাম শেষ করে ওইদিনই ঢাকায় চলে আসেন। দলীয় কার্যালয়ে পা রাখেননি কখনো। তারা তৃণমূল নেতা-কর্মীদের এড়িয়ে চলেন। তাদের ধারণা, নৌকা হলেই পাস করা যায়। দলীয় নেতা-কর্মীর প্রয়োজন পড়ে না। সে কারণে এলাকায় কোনো যোগাযোগ রাখেন না। অনেকেই নিজ এলাকার নেতা-কর্মীদের দম্ভোক্তি করে বলেন, আমার এমপি হওয়ার পেছনে ‘তোমাদের’ (তৃণমূল নেতা-কর্মী) অবদান কী? সে কারণে ফোন ধরার প্রয়োজনবোধও করেন না অনেকে। কেউ কেউ এলাকা দেখভালের দায়িত্ব দিয়েছেন আত্মীয়-স্বজন, শ্যালক, ভগ্নিপতি, ভাই-ভাগিনাদের। এমন এমপিদের কেউ কেউ আবার মন্ত্রিসভায়ও রয়েছেন। শুধু তৃণমূল নেতা-কর্মীই নয়, আওয়ামী লীগের সিনিয়র একাধিক নেতা এমনকি মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য কথা প্রসঙ্গে জানিয়েছেন, ‘অনেকেই মন্ত্রিসভায় আছেন, তারা এতই ব্যস্ত যে, দলের সিনিয়র নেতা কিংবা সিনিয়র মন্ত্রীদের ফোন ধরার সময় পান না। একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেন সেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস। ‘স্যার মিটিংয়ে ব্যস্ত’-ব্যস। পরে কখনো ফোন ব্যাক করেন, কখনো সে সৌজন্যবোধটুকুও দেখান না কেউ কেউ।
সূত্রমতে, কোনো কোনো এমপি এলাকায় গেলেও দলীয় নেতা-কর্মী বাদ দিয়ে নিজস্ব বলয় নিয়ে চলাফেরা করেন। আওয়ামী লীগকে পাশ কাটিয়ে হঠাৎ গজিয়ে ওঠা ‘এমপি লীগ’ ‘ভাই লীগ’ ‘সহমত লীগ’ ‘আত্মীয় লীগ’ নিয়ে থাকেন। দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। এসব এমপির বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা। কোনো কোনো এমপির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। কেউ কেউ লিখিত অভিযোগ করছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে। কোনো কোনো এমপির ইন্ধনে দলীয় নেতা-কর্মীও হত্যার শিকার হয়েছে মর্মে সংবাদ পরিবেশন হয়েছে। জলমহাল দখল, সরকারি খাস পুকুর দখল, বাড়িঘর দখলসহ নানা অভিযোগ উঠছে কোনো কোনো এমপির বিরুদ্ধে। আবার নির্বাচনী এলাকায় স্কুল, কলেজসহ হাটবাজারের নিয়ন্ত্রণ এমপিদের আত্মীয়-স্বজনদের কবজায়। ফলে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগের স্তূপ জমা পড়ছে। দ্বাদশ জাতীয় সংসদের সময় যতই ঘনিয়ে আসছে ততই এমন অভিযোগ বাড়ছে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর ওপর এবার ভরসা করতে চান দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। কারণ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এমপিদের বাদ দিয়ে উজ্জ্বল ভাবমূর্তির প্রার্থীর হাতে নৌকা তুলে দিতে পারলে জয়ের ব্যাপারে অনেকখানি নির্ভার থাকা যাবে। বিতর্কিত এমপিদের পরিবর্তন না করে আবারও মনোনয়ন দেওয়া হলে দলের ভাবমূর্তি যেমন নষ্ট হবে, তেমনই ওই প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে। সে জন্য যাদের কারণে দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে তারা ‘শাস্তিস্বরূপ’ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট পাবেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান, দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, তেমনি দলকেও এগিয়ে নিতে চান তিনি। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য, জনগণের সঙ্গে সম্পৃক্ত, পরিচ্ছন্ন ব্যক্তি এমন সম্ভাব্য ব্যক্তিদেরই নৌকা দেবেন বলে ধারণা। কোনোভাবেই এলাকা বিচ্ছিন্ন, অজনপ্রিয় ব্যক্তিকেই মনোনয়ন দেবেন না।’
দল ও সরকারের নীতিনির্ধারণী ফোরামের একাধিক সূত্র জানায়, মন্ত্রী-এমপিদের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের এ কাজটি নিয়মিতই করা হয়। তাদের কর্মকাণ্ড মনিটরিং অতীতেও হয়েছে। কিন্তু অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেন বর্তমান সংসদে সরকারি দলের অনেক এমপি। তারা বিএনপি-জামায়াতের নেতাদের আওয়ামী লীগে এনে যেমন পুনর্বাসন করেছেন, তেমনি আত্মীয়-স্বজনকে নিয়ে গড়ে তুলেছেন পৃথক বলয়। তাদের ভেদ করে মন্ত্রী-এমপিদের কাছে যেতে পারেন না আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা-কর্মীরা। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপিকা ড. সুলতানা শফি বলেন, ‘যার এলাকায় সুনাম রয়েছে, জনগণের সঙ্গে সম্পৃক্ত, দলীয় নেতা-কর্মীর সঙ্গে সম্পর্ক রয়েছে-এমন ব্যক্তিকেই দলীয় মনোনয়ন দেওয়া উচিত। কারণ, সৎ, যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলেই সহজে বিজয় লাভ করা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘যারা এলাকায় যান না, দলীয় নেতা-কর্মীর সঙ্গে সম্পর্ক নেই তাদের মনোনয়ন দিলে জয়লাভের ঝুঁকি থাকে।’
দলীয় হাইকমান্ডের সূত্রগুলো আরও জানায়, আগামী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাওয়ার কোনো সুযোগ তারা আর এখন দেখছেন না। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক রাজনীতির গতিপ্রকৃতির পরিবর্তন হয়েছে। আগামী দিনে এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হতে পারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামুখর। এ জন্য মন্ত্রী-এমপিদের সম্পর্কে সুনির্দিষ্টভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা এ সংক্রান্ত তথ্য নিয়মিতই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করছেন বলে জানা যায়। দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।

- বালিয়াকান্দিতে পুষ্টি বাগানের উপকরণ বিতরণ
- নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার
- রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চরভদ্রাসনে থাকছে বাজার তদারকি
- একনেকে ৯ প্রকল্প অনুমোদন
- সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
- নিরাপত্তাকর্মী ও গৃহকর্মী নিতে চায় মালয়েশিয়া
- রপ্তানি পণ্যের বহুমুখীকরণ একান্তভাবে প্রয়োজন : প্রধানমন্ত্রী
- ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না
- ব্যাংকগুলোকে বিনিয়োগে আনতে কঠোর হচ্ছে বিএসইসি
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল
- গৃহহীন-ভূমিহীনমুক্ত হচ্ছে রাজশাহীর তিন জেলা ও ৩২ উপজেলা
- ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নমূলক কাজের উদ্বোধন
- ফরিদপুরে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান, ঝুঁকিতে শিক্ষার্থীরা
- টিকটকার খাবি লেমের প্রতি পোস্টে আয় কত জানেন?
- পাকিস্তানে রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ৮
- ‘বিশ্বে বহুমুখী ভূমিকা রাখছে চীন ও রাশিয়া`
- বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত
- তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ আফিফ-শরিফুল
- সোনার দাম ১৯৮৩ ডলার
- দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন মুশফিকের
- ৩-১ গোলে ফুলহ্যামকে উড়িয়ে দিলো ম্যানইউ
- আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে দুঃসংবাদ
- সেবা দ্রুত বাড়াতে ৯৯৯-এ যুক্ত হচ্ছে কলার লোকেশন ট্র্যাকার
- ফরিদপুরে বিনিয়োগের চেক পেলেন ৫০ কৃষক
- ফরিদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন
- সালথায় চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ
- ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা
- রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার
- পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা
- ৮ মাসে রাজস্ব আয় ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা
- ফরিদপুরের ১১ ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
- মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি মেলার শুরু
- বিষমুক্ত টমেটো চাষ করে কৃষক হারুনের অনন্য সাফল্য
- যে ফল খেতেও ভালো, মাখলেও ভালো
- মাগুরায় স্প্রে-ফগার মেশিন বিতরণ
- দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য লাইব্রেরি
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
- আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাকড়সা তাড়ানোর ঘরোয়া টোটকা
- ফরিদপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
- রামপালের জন্য দেশে এলো আরও ৩৩ হাজার টন কয়লা
- ফরিদপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর
- রমজান উপলক্ষে রাজবাড়ী পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু
- শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের দাবিদার বর্তমান সরকার: নিক্সন চৌধুরী
- চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে ঘিরে দুই ক্লাবের দাঙ্গা
- সাকিবের অভাব পূরণ করতে চান মিরাজ
- শাকিব খানকে ইঙ্গিত করে যা বললেন রোশান
- বিয়ে করার ঘোষণা দিলেন অভিনেতা সজল
- কোয়ার্টার ফাইনালে রিয়াল
- মিয়ামি বিচে ঝড় তুলেছেন মৌনী

- বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ: দুর্যোগে দুর্বিপাকে সর্বদা মানুষের পাশে
- নির্বাচন থেকে পিছপা হলেন ড. কামাল ও ডা. জাফরুল্লাহ
- ফরিদপুর-৪, অখ্যাত নায়িকা শায়লাকে মনোনয়ন দিল বিএনপি
- তারেকের শয্যাসঙ্গী হয়ে মনোনয়ন নিশ্চিত করলেন শামা ওবায়েদ
- বিভক্তিতে জর্জরিত হলেও বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড উদাসীন
- শুধু খাম্বা বসিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারেক: জয়
- ভারতীয় টাটার কাছে ৩’শ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন তারেক রহমান
- মুখে মধু, অন্তরে বিষ যার!
- ঢাকা-১ আসনে যোগ্য প্রার্থী সালমা, আশফাকের মনোনয়নপত্র বাতিল
- বিএনপি যা বলে, করে তার উল্টো
- জনগণের টাকা লুটপাট বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য: জয়
- নির্বাচন বানচালের পায়তারা করছে জাতীয় ঐক্যফ্রন্ট
- জয় নিশ্চিত না হলেই বর্জনের ঘোষণা?
- কেন সরানো হলো হাওলাদারকে?
- মহাজোটের শরিকরা পাচ্ছে ৭০ আসন