শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
৪৯

এবার মনের মতো উইকেট পাচ্ছে বাংলাদেশ!

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের স্মৃতিটা খুব একটা সুখের নয়। ২০১৯ সালে ঘরের মাঠে আফগানদের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবারও ঘরের মাঠে তাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লিটন-মুশফিকরা।

সিরিজ শুরুর আগে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, স্বাগতিক হিসেবে নিজেদের পছন্দমতোই উইকেট তৈরি করা হবে। বৃহস্পতিবার (২৫ মে) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে।

বাশার বলেন, ‘আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা কেমন উইকেট চাই সেটা আমাদের মধ্যেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করবো না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে বলেও জানান সুমন। তিনি বলেন, ‘চমক বলতে আসলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে।’

সাকিবের না থাকা নিয়ে তিনি বলেন, ‘সাকিব না থাকলে আমাদের একটা প্লেয়ার কমে যায়। সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি।’

টাইগারদের এই নির্বাচক আরো বলেন, ‘কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।’ 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর