শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১১২

এবার এলো উবার টিনস একাউন্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

কিশোর-কিশোরী বা অল্পবয়স্করাও এখন উবারে অ্যাকাউন্ট খুলতে পারবে। তবে অ্যাকাউন্টটি তাদের বাবা-মায়ের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে হবে। কারো বয়স ১৩-১৭ হলেই এই মাইনর অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। কোম্পানির অ্যানুয়াল প্রোডাক্ট ইভেন্টে এই নতুন সংবাদ পাওয়া গেছে। 

টিন অ্যাকাউন্ট মূলত ওই কিশোর-কিশোরির বাবা-মা নিয়ন্ত্রণ করতে পারবেন। তারা দেখতে পারবেন কখন রাইড রিকুয়েস্ট করা হয়েছে এবং তাদের সন্তান কোথায় যাচ্ছে। তাছাড়া কার অডিও রেকর্ডিং ফিচারের মাধ্যমেও এর সুবিধা নেয়া যাবে। বাবা-মা যেন সন্তানের ভ্রমণের সময় নিরাপদ আছে কি-না এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবে। এর পেছনে অবশ্য ব্যবসায়ী কারণও আছে। 

একটি সমীক্ষায় দেখা গেছে, উবারে ক্রেডিট কার্ড ব্যবহারে যা আয় হয় তার ৯৪ শতাংশই ১৩-১৭ বছরের টিনেজারদের থেকে। তাছাড়া অল্পবয়সীদের রাইড দিয়ে দায় নেওয়ার বিষয়েও আর ঝামেলা থাকছে না। 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর