শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১০৩

এআইইউবি এর আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

প্রতিবারের মতো এবারও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৩। গতকাল মঙ্গলবার এআইইউবি স্পোর্টস মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এআইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.আব্দুর রহমান এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মনজুর এইচ খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এবার ঢাকা মহানগরীর ৩৬টি কলেজ এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছরই এই টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছে এআইইউবি। যা কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর