শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৭০

ইউএনও’র ওপর হামলা, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২৩  

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন-২ এর কার্যক্রমে বাধা প্রদান, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ইন্ধনসহ ঘটনায় জড়িত থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ফরিদপুর জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে; সেহেতু অপরাধ সংগঠিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের বরখাস্তের একটি প্রজ্ঞাপন পাওয়া গেছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গত ৪ মে ফরিদপুরের মধুখালী উপজেলার ইউএনও আশিকুর রহমান চৌধুরী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ন প্রকল্পের কাজ দেখতে গেলে স্থানীয়রা তার ওপর হামলা করে। এসময় ইউএনওসহ আনসার সদস্যদের মারপিট করা হয়। ভেঙে দেয়া হয় ইউএনও’র গাড়ি। এ ঘটনায় পুলিশ ও ইউএনও’র পক্ষ থেকে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে প্রধান আসামি করে আলাদা দুটি মামলা করা হয়।

দুটি মামলায় ৫ শতাধিক আসামি রয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপনসহ চারজনকে গ্রেফতার করে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত সোমবার চেয়ারম্যানকে দুদিনের এবং বাকি তিনজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর