শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
৯০

আলফাডাঙ্গা ইউএনওর ফোন নম্বর ক্লোন! সবাইকে সতর্ক থাকার আহ্বান

আলফাডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে ২০২৩  

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে সরকারি অনুদান প্রাপ্তির কথা বলে বিকাশে টাকা চাইছে প্রতারকচক্র। এ খবর উপজেলা প্রশাসনের নজরে এলে শুক্রবার ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কবার্তা দিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি সবাইকে সতর্ক থাকা এবং কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন, ‘নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি আমাদের নজরে আসার পর ফেসবুকে পোস্ট দিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। যাতে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকতে পারে।’

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর