শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১০৪

আলফাডাঙ্গা আদর্শ কলেজের সাধারণ দাতা সদস্য মহব্বত আর নেই

আলফাডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৭ মে ২০২৩  

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম নিবাসী, আলফাডাঙ্গা আদর্শ কলেজের সাধারণ দাতা সদস্য মো. মহব্বত মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুর আড়াইটার দিকে ভারতের কলকাতা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মহব্বত মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার একটি কিডনি বিকল হয়ে যাওয়ায় প্রায় এক মাস আগে কলকাতা অ্যাপোলো হাসপাতালে তাঁর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফুসফুসে ফাঙ্গাস আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মহব্বত মোল্লার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আলফাডাঙ্গা আদর্শ কলেজের সভাপতি, ঢাকা টাইমস সম্পাদক ও কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সঙ্গে মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর