শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
৪৭

আইপিএলের নতুন নিয়মই ধোনির অবসরের পথে বাধা!

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

‘ঘরের মাঠ’ চেন্নাইয়ে এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পর স্বাভাবিকভাবেই উঠেছিল প্রশ্নটা। এটাই কি তার শেষ ম্যাচ? ধোনি উত্তর দেননি। জানিয়েছেন, আরো পরে সিদ্ধান্ত নেবেন।

তবে দলের বোলিং ডোয়াইন ব্রাভো মনে করছেন, আইপিএলের নতুন নিয়মের জেরে ধোনি আরো কয়েক বছর খেলে যেতে পারেন।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ব্রাভো বলেছেন, “অবশ্যই পরের বছর ও খেলবে। বিশেষত যেখানে ইমপ্যাক্ট প্লেয়ারের মতো একটা নিয়ম রয়েছে। এতে ক্রিকেটজীবন আরো বেশি এগিয়ে নিয়ে যেতে ওর সুবিধা হবে।”

তিনি আরো বলেন, “ও ব্যাটিং অর্ডারে অনেক নিচের দিকে নামে। এমনিতেই আজিংকা রাহানে, শিভম দুবেরা ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছে। তাই এমএসের বেশি দরকার হচ্ছে না। কিন্তু চাপের মুহূর্তে দলকে শান্ত রাখার মতো ক্ষমতা ওর থেকে ভাল এই মুহূর্তে কারো নেই।”

উল্লেখ্য, গুজরাটকে হারানোর পরে ধোনিকে সঞ্চালক হার্শা ভোগলে প্রশ্ন করেন, ‘‘এবারই কি শেষ চেন্নাইয়ের জার্সিতে তোমাকে দেখা যাচ্ছে?’’ জবাব ধোনি হেসে বলেন, ‘‘প্রশ্নটা হওয়া উচিত আমাকে আর চেন্নাইয়ের মাঠে খেলতে দেখা যাবে কি না।’’

তখন ভোগলে হেসে সেই প্রশ্নই করেন ধোনিকে। জবাবে চেন্নাইয়ের অধিনায়ক বলেন, ‘‘আমি জানি না পরের বছর ফিরব কি না। এখনও সিদ্ধান্ত নেয়ার জন্য ৮ থেকে ৯ মাস সময় আছে। তা হলে এখন থেকে কেন চিন্তা বাড়াব?’’

ধোনি আরো বলেন, ‘‘ডিসেম্বরে মিনি নিলাম আছে। আমি সাধারণত জানুয়ারি মাস থেকে আমার প্রস্তুতি শুরু করি। এখন অন্য কোথাও খেলি না বলে সময় বেশি লাগে। সেই কারণে এখন এত কিছু ভাবতে চাইছি না।’’

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর