শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
২৪৮

বোয়ালমারীতে বিরল প্রজাতির ধনেশের বাচ্চা উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২০  

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিরল প্রজাতির ধনেশ পাখির একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার আঁধারকোঠা এলাকার মকলুকার রহমানের ছেলে ফয়সাল মতিন সিজু ধনেশ পাখিটি সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ এবং ফরেস্টার আবু বকর সিদ্দিকীর কাছে অঙ্গীকারনামার মাধ্যমে হস্তান্তর করেন।

অঙ্গীকারনামায় ফয়সাল মতিন উল্লেখ করেন, চার মাস আগে ধনেশ পাখির বাচ্চাটি এক ব্যক্তির কাছ থেকে কেনেন তিনি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ আইন না জানার কারণে তিনি পাখিটি কেনেন। পরে এ আইন সম্পর্কে জানতে পেরে প্রশাসনের কাছে পাখিটি হস্তান্তর করেন।

ফরিদপুর সামাজিক বন বিভাগের ফরেস্টার আবু বকর সিদ্দিক বলেন, ধনেশ একটি বিরল প্রজাতির পাখি। এটি প্রায় তিন ফুট উচ্চতার হয়। ধনেশ পাখি সাধারণত ভারতের আসাম প্রদেশ, বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন এলাকায় পাওয়া যায়। আঙুর, আপেল ও পাহাড়ি ফলমূল খেয়ে বেঁচে থাকে এ পাখি।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর