শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৩০৪

চরভদ্রাসনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

ফরিদপুরের চরভদ্রাসনে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক পর্যায়ের এবং চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের এ বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) মো: খাইরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামালউদ্দীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: শিহাব খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো: জাহাঙ্গীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইয়হিয়া, প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, শিরিন সুলতানা প্রমূখ। 

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে পাওয়া তথ্য মতে এ বছর প্রাথমিক পর্যায়ের ৫৪টি সরকারি, ৫টি ব্রাক, ১ মাদ্রাসা ও ১৩টি কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের মোট আট হাজার পাঁচশত এবং মাধ্যমিক পর্যায়ের ১৩ বিদ্যালয় ও একটি মাদ্রাসার মোট চার হাজার সাতশত সাতাত্তর জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ কারা হয়।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর