বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
২১৩

করোনায় গোয়ালন্দ উপজেলা আ.লীগ সভাপতির মৃত্যু

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সম্প্রতি মো. নুরুজ্জামান মিয়া করোনাভাইরাস পজিটিভ হলে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১৬ নভেম্বর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি করা হয়। দুইদিন আগে সেখানে তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর শুক্রবার রাতে তিনি মারা যান। 

এদিকে নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ শোক জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর